মোঃ শহিদুল ইসলাম,রাঙ্গামাটি সদর:
রাঙামাটি সদরের কুতুকছড়ি বাজারে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৯ টি বসতবাড়ি ও ছোটোবড় দোকান।
তথ্যসূত্রে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি। এরপর দ্রুত ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে এই আগুন।
শুরুতে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্ঠা শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী। এরপরেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত নাহলেও প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মোঃ দিদারুল আলম পার্বত্য কন্ঠকে জানান, " কুতুকছড়ি বাজারে আগুনে প্রায় ৯ টি দোকান ও সংযুক্ত বসতঘর পুরে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত কিভাবে আমরা এখনো জানতে পারি নি।"
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত