সাভারের আশুলিয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে ছয়তলা ছাদ থেকে লাফ দিয়ে নওরিন নুসরাত (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নওরিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন।
নিহত নওরিন নুসরাত টাঙ্গাইলের জেলা থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির সভাপতি সাহিদা আখতার। তিনি জানান, গত ২১ জুলাই নওরীনের বিয়ে হয়। এরপর ঢাকায় স্বামীর সঙ্গে অবস্থান করেন। সেখানে দুই দিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে সে আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে আমরা মর্মাহত ও বাকরূদ্ধ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিষয়টি আমিও শুনলাম। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, পরিবারের কারো অভিযোগ নেই। কি কারণে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি সোহরাওয়ার্দী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত