মো.আলমগীর হোসেন ,লংগদু( রাঙ্গামাটি) প্রতিনিধি:
দেশব্যাপী টানা বৃষ্টির ফলে গৃহবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এমতাবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে,ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।
মঙ্গলবার ( ০৮ আগস্ট) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় বিগত ৭ দিন যাবত ঝড়/প্রবল বৃষ্টির কারণে ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব ও দরিদ্র ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব ও দরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী হিসেবে চাউল, ডাল, তেল, আটা, চিনি এবং লবণ বিতরণ করেন। এসময়ে রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীরা আগ্রহের সাথে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন। বিজিবি কর্তৃক স্থানীয় ক্ষতিগ্রস্থ, অসহায়, গরীব ও দরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে। জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম বলেন, গত ১ সপ্তাহ ধরে রাঙ্গামাটি জেলায় লংগদু উপজেলার রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সমগ্র দেশের ন্যায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এরই প্রেক্ষিতে অতিবৃষ্টির কারণে স্থানীয় এলাকায় কিছু আবাদী জমি প্লাবিত হয়। ফলে দিন মজুর হিসেবে কাজ করা প্রান্তিক জনগোষ্ঠীর কেউ কেউ সপ্তাহ ব্যাপি বৃষ্টিপাতের কারণে কাজ এবং খাদ্যাভাবে ভূগছিল। এছাড়াও এলাকার নিচু জমিতে বসবাসরত স্থানীয় ব্যক্তিদের বসতবাড়ীতে বৃষ্টির পানি উঠায় তারা মানবেতর দিন কাটাচ্ছেন,একথা চিন্তা করেই সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে বিজিবি জোন।আমাদের এধরণের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত