প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৩, ১০:৩৬ পি.এম
খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
পার্বত্য জেলা খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মুক্তা ধর এর যোগদান উপলক্ষ্যে জেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খাগড়াছড়ি নবাগত পুলিশ সুপার মুক্তা ধর।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরের দিকে জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
সোমবার (৭ আগস্ট) খাগড়াছড়ি জেলায় পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহন করেন তিনি।
নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, আমি খাগড়াছড়ি জেলার মানুষদের একজন হয়ে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। পাহাড়ের আইন-শূঙ্খলা শান্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু দাউদ, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মুহাম্মদ সাজু সহ জেলা পুলিশের বিভিন্ন শাখার উর্ধ্বতন কর্মকর্তা, জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবাগত খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জন্ম গ্রহন করেন দিনাজপুর জেলায় ১৯৭৮ সালে এক সম্ভ্রান্ত পরিবারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে থেকে কৃষিতে বিএসএস (সম্মান) এমএসসি ডিগ্রী অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পুলিশ সাইন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে চাকরি জীবন সুনামের সঙ্গে পার করছেন তিনি। নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ঢাকার বিভিন্ন পুলিশ কার্যালয়ে সফলতার সাথে দ্বায়িত্ব পালন শেষে ২০২১ সালে পুৃলিশ সুপার পদে পদোন্নতি পান। তিনি তাঁর কর্মে দক্ষতার কারনে ২০১৫ সালে পিপিএম (সেবা) ও ২০২১ সালে পিপিএম (সাহসিকতা) পদক লাভ করেন। তিনি জ্ঞান অর্জনে থাইল্যান্ড, ইন্দোনিশিয়া, ফ্রান্স, ভারত এবং যুক্তরাজ্য সফর করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জননী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে কর্মরত মুক্তা ধর ক্লু লেস একাধিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ সাহসী পুলিশিং কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছেন।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত