ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডা.দেওয়ান আল মিনা মিশু(৩৩) চিকিৎসকের মৃত্যু হয়েছে।
সোমবার(৭ আগষ্ট) দিবাগত রাত সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের(আই সি ইউ) লাইফ সাপোর্টে মারা যান তিনি।
ডা. দেওয়ান আল মিনা মিশুর ছোট ভাই দেওয়ান জিসান বলেন, আমার বড় বোনকে চলতি মাসের এক তারিখে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। রাতে তিনি আইসিইউ লাইভ সাপোর্টে মারা যায়।
তিনি আরো বলেন, আমার বড় বোন কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস ফেস-বি কোর্স করছিলেন। আমার বোনজামাই ডাক্তার শোয়েব আহমেদ ইসলামিয়া আই হাসপাতালে কর্মরত আছেন। আমার বোন দুই সন্তানের জননী ছিলেন। নারায়ণগঞ্জে রুপগঞ্জ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর লাইফ সাপোর্টে একজন নারী চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত