হাবিব আল মাহমুদ, সদর (বান্দরবান)
বান্দরবানে বিগত তিন দিন ধরে পানি বন্দী প্রায় তিন হাজার পরিবার। গত ৬ ই আগষ্ট, রোববার থেকে বান্দরবানে অতিবৃষ্টির কারণে নিচু অঞ্চল প্লাবিত। বান্দরবানের আর্মি পাড়া, মেম্বার পাড়া, হাফেজ ঘোনা, জর্জ কোর্ট, বালাঘাটাসহ বান্দরবানের আশেপাশের ৭০ শতাংশ অঞ্চল বন্যার পানিতে প্লাবিত।
বান্দরবানের ডিসির বাসভবন, পুলিশ সুপারের কার্যালয় ও প্রবল বন্যায় প্লাবিত।
স্থানীয়দের মতে এইবারের বন্যা ২০১৯ এবং ১৯৯৭ সালের ভয়াবহ বন্যাকেও হার মানিয়েছে।
বন্যায় প্রায় ২০০ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গৃহহীন পরিবার গুলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুই দিন ধরে। অসংখ্য মানুষ আহত হয়েছে প্রবল বন্যায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত