সাইফুর রহমান পারভেজ
রাজবাড়ীঃ ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ আগষ্ট সকাল ১১ টার দিকে জেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক এক র্্যালী আনসার ক্যাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মোঃ রাশেদুজ্জামান, জেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এ্যাডজুটেন্ট হাওয়া খাতুন, রাজবাড়ী সদর উপজেলা কমান্ডার আবু আব্দুল্লাহ এবং সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ভাতাভোগী আনসার সদস্যগণ ও প্রশিক্ষনার্থী ব্যাটলিয়ান আনসার সদস্যগন। সভায় জেলা কমান্ডার মোঃ রাশেদুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে বাড়ীর আঙ্গিনা আশপাশের পুকুর ডোবা ফুলের টব বাড়ীর ছাদ, টয়লেটের ঢাকনার আশপাশে ব্লিসিং পাউডার ছিটিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন সচেতনতা যে কোন দুর্যোগের ক্ষতি অনেক কমিয়ে দেয়, তাই ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক ভাবে আমরা সচেতন হলে যে কোন বিপদ মোকাবেলা সহজ হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত এলাকায় ঘরের রোগীকে সব সময় মশারীর মধ্যে রাখতে হবে এবং জ্বর হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে বলেন।