মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)
ভারি বর্ষণের কারণে নদীর পানির প্রবল স্রোতে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের জাতমলী বেইলি সেতুর একপাশের মাটি সরে গিয়ে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
জানাযায়, ৮ আগস্ট (মঙ্গলবার) সকাল আনুমানিক ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই যানচলাচল বন্ধ হলে বেইলি সেতুর দু'পাশে ছোট-বড় যানবাহন আটকা পড়ে যায়। এতে ভোগান্তির পাশাপাশি দুর্ভোগে পড়েছে দু'পাড়ের মানুষ।
এ বিষয়ে তাৎক্ষণিক সড়ক বিভাগ কতৃপক্ষের সাথে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক বলেন, ভারি বৃষ্টির কারণে প্রবল স্রোতে জামতলী বেইলি সেতুর একপাশের ভরাট কৃত মাটি সরে গিয়ে সেতুটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। স্থানীদের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত