প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৩, ৯:৩৪ পি.এম
হালছড়িতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে আরও ৩৭ পরিবার
স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির মহালছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আশ্রয়ন-২ প্রকল্পের’ আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৩৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার ভূমির দলিলসহ ঘর পাচ্ছে।
আগামী ৯ আগষ্ট বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ের নির্মিত এই ঘরগুলোর উদ্বোধন করবেন। ২ শতাংশ জমিসহ আধা-পাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন গৃহহীন পরিবারগুলো। ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে অনেক ভূমিহীন ও গৃহহীন বিধবা, নিঃসন্তান নারী, পুরুষ যাদের মাথা গোঁজার ঠাঁই ছিলো না। ২ শতাংশ জমিসহ পাকা ঘর পেয়ে উপকারভোগীগণ অনেক খুশি হয়েছেন। উপকারভোগীদের মধ্যে মুবাছড়ি ইউনিয়নের সিঙিনালা মহামুনি পাড়া গ্রামের উকলা মারমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, আমরা তাঁর জন্য প্রাণ ভরে দোয়া করি। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় আমরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, আগামী ৯ আগষ্ট বুধবার এলাকার ভূমিহীন ও গৃহহীনদের হাতে ২ শতাংশ জমির দলিল ও কবুলিয়ত সহ এসব ঘর তুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের কাজ সর্বোচ্চ গুনমান বজায় রেখে সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন হতে নিয়মিত মনিটরিং করা হয়েছে। আগামী ৯ আগষ্ট বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনকালে মহালছড়ি উপজেলার টাউনহলে এলাকার ৪টি ইউনিয়নের নির্মিত ৩৭ ঘরের ও উদ্বোধন করা হবে। ওইদিন একই সঙ্গে উপকারভোগীদের হাতে ২ শতাংশ জমিসহ আধা-পাকা ঘরের মালিকানাস্বরূপ জমির কবুলিয়ত তুলে দেওয়া হবে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত