আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি:
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় টানা ৬ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি স্রোতে নদী ও ছড়ার পাড় ভেঙ্গে ৩৩কেভি’র বিদ্যুৎ লাইনের খুঁটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের একাধিক জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে করে যে কোন সময় বিদ্যুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ বিঘ্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক ভাঙ্গনরোধে অস্থায়ী ব্যবস্থার নির্দেশ নিয়েছে ইউএনও ও সেনাবাহিনী।
উপজেলার মহামুনি হেডম্যান কার্যালয়ের পাশে খালে ভয়াবহ ভাঙ্গনে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের দুইটি জোড় পিলার ভেঙ্গে পড়ার আশংকা সৃষ্টি হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানিকছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন সড়কের একাংশ খালের ভাঙ্গনে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ! এতে উপজেলায় জনদুর্ভোগের আশংকা দেখা দেওয়ার আশংকায় সোমবার পৌনে ১২ টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. তহিদ উজ জামান, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, ইউপি সদস্য মো. মনির হোসেন ভূঁইয়া, মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১২ টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন মানিকছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শাহরিয়ার ও সেনা সদস্যরা।
এ সময় ক্যাম্প কমান্ডার ইউপি সদস্যকে বলেন, দা, করাত, গাছ,বাঁশ দিয়ে সহযোগিতা করলে সেনাবাহিনীর সদস্যরা আপাতত খালের ভাঙ্গন কিছুটা রোধ করায় সহযোগিতা করবে। এর আগে ক্যাম্পের নীচে রাস্তা ভাঙ্গনরোধে অস্থায়ী ভাবে বালুভর্তি বস্তা ফেলে পানির স্রোত ঠেকিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের শ্রমিকেরা।