আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের মাদক বিরোধী পৃথক দুইটি অভিযানে সমতলে পাচারকালে ৫৬ লিটার মদ ও ২কেজি গাঁজা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ৬আগস্ট রাতে সোয়া ১১টায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা বাজারে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমূখী একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহ হওয়ায় তাতে তল্লাশি চালিয়ে মো. পারভেজ (২৭), মো. সাইফুল ইসলাম (২১) কে ৫৬ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ এবং চোলাইমদ পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত টেক্সি যাহার নং- চট্টগ্রাম-থ -১১-৬১৬৮ আসামীদেরকে গ্রেফতার করা হয়। আটক মো. পারভেজ (২৭) চট্টগ্রাম জেলার ভুজপুর থানাধীন চানপুর এলাকার মো.তৌফিকুল ইসলামের পুত্র এবং মো. সাইফুল ইসলাম (২১) একই থানাধীন শৈলকুপা গ্রামের মো.শাহাজাহানের পুত্র।
অন্য আরেকটি অভিযানে একই এলাকা গাড়িটানা বাজারস্থ মুজিবুল হক এর চায়ের দোকানের সামনে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদে অবস্থান নেন উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি দে ও সঙ্গীয় ফোর্স।
রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমূখী একটি মোটরসাইকেল গতিরোধ করা হয়। এ সময় মো.নুরুল ইসলাম(১৮), মো. রুবেলকে(২৩) ২কেজিসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটক মো: নুরুল ইসলাম, খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার আদর্শ পাড়া(রামচিড়া) গ্রামের মহরম আলীর পুত্র এবং মো. রুবেল একই থানাধীন করিম মাষ্টার পাড়ার মৃত. আবু তাহেরের পুত্র।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুইটি অভিযানে ৫৬ লিটার চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ ২ মাদক পাচারকারী ও ২কেজি গাঁজা, একটি মোটরসাইকেলসহ ২জন পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক অপরাধীদের জেল-হাজতে প্ররণের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত