রাজধানীর আজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সুজন দাস (৩০) নামের এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা খুইয়েছেন।
রবিবার(৬ আগস্ট)বেলা তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগে তার পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সুজন দাসের ভাই সীমান্ত দাশ জানান, আমার ভাইয়ের সিঙ্গাইর বাজারে একটি ছোটখাটো দোকান রয়েছে।মালামাল কেনার জন্য সাভারের ডি লিংক বাসে চড়ে ঢাকায় আসার পথে গাড়ির মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে তার কাছে থাকা ৫০ হাজার নগদ টাকা নিয়ে যায়। পরে আমরা ফোনে খবর পেয়ে আজিমপুর বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় পাই। ওইখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার বিনোদপুর এলাকার আনন্দ দাসের সন্তান সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আজিমপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে সুজন নামের এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়লে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।তিনি জানান আমরা জানতে পেরেছি তার কাছে থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত