আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি:
টানা ৫দিনের ভারী বর্ষণে পাহাড়ি মাটি ধসে পড়ার আশংকায় পাহাড়ের ঢালুতে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার জন্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাইকিং করেছে যুব রেড ক্রিসেন্ট। এদিকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার চার ইউনিয়নে বারোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা ৫দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ পাহাড়ে ভাঙ্গন বা ধসের আশংকা দেখা দিয়েছে। এসব পাহাড় বা উঁচু টিলার ঢালুতে অপরিকল্পিত বসবাসও রয়েছে। ফলে টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ পাহাড় ধস কিংবা প্রাকৃতিক দুর্যোগে মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে উপজেলা প্রশাসন চার ইউনিয়নে ১২টি আশ্রয় কেন্দ্র চালু করেছে। যাতে পাহাড়ের ঢালুতে থাকা বা নড়বড়ে গৃহ বসবাসকারীরা আগে-বাগে নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিতে পারে। ফলে
উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল রোববার বিকেলে উপজেলা সদরে পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা ব্যক্তিদের নিরাপদে সরে আসতে মাইকিং করেছে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
যুব রেড ক্রিসেন্টের উপজেলা ইউনিটের দল নেতা থোয়াইঅংপ্রু মারমা জানান, উপজেলার মুসলিম পাড়া, মাস্টার পাড়া, রাজপাড়াসহ উপজেলার চার ইউনিয়নে অন্তত সহস্রাধিক পরিবার পাহাড় বা উঁচু টিলার ঢালুতে অপরিকল্পিত বসতি করে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে! এসব মানুষ যাতে নিরাপদ আশ্রয় যেতে পারে বা টানা বৃষ্টির সময় সতর্ক থাকে সে জন্য
অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা সব বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার লক্ষ্যে ১২টি আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হচ্ছে। পাহাড় ধস ও ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত