নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে কয়েকজন তরুনদের হাতে গড়ে তোলা মানবিক সেবায় নিয়োজিত একটি সংগঠন লাহুড়িয়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪২০ জনের বেশি সেচ্ছাসেবী ও রক্তযোদ্ধারা। যারা দিনরাত নিজেদের কে উজার করে দিয়েছেন মানবতার সেবায়। লাহুড়িয়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর এই সেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা মিলন মেলা ২০২৩ এ শুধুমাত্র নড়াইল জেলা নয় আশ-পাশের কয়েকটি জেলা ও উপজেলার ২৫টির ও বেশি সংগঠন অংশ নেন এই মিলন মেলায়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য সংগঠন গুলো হলো কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর,যুব কাফেলা ব্লাড ব্যাংক,হিলফুল ফুজুল যুব সংগঠন, ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ,ইতনা ব্লাড ডোনেট ক্লাব, লোহাগড়া, নড়াইল,একটু হাসি সেচ্ছাসেবী সংগঠন,নড়াগাডী ব্লাড ব্যাংক গ্রুপ,পারমল্লিকপুর আদর্শ মুসলিম পাঠাগার,রক্তের সন্ধানে (বন্ধু গ্রুপ),চর ঘাঘা-ধলাইতলা ব্লাড ব্যাংক গোপালগঞ্জ,কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাব,মানবতার ফেরিওয়ালা মুহম্মদপুর,রক্তের ফেরীওয়ালা,নড়াইল,কালিয়া উপজেলা ব্লাড ফাউন্ডেশন, নিঃস্বার্থ সেবা ও রক্তমায়া ফাউন্ডেশন,বাঘারপাড়া ব্লাড ব্যাংক,উৎসর্গ (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) কালিয়া,নড়াইল।,লাহুড়িয়া স্টুডেন্ট ফোরাম (এলএসএফ),যশোর ব্লাড ব্যাংক,গোয়ালবাথান হেল্প এন্ড ব্লাড ডোনার্স ক্লাব,ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাব মাগুরা,প্রজন্ম ফাউন্ডেশন,নড়াইল জেলা ব্লাড ব্যাংক,নড়াইল মানবিক পরিষদ,
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব,সমাজ সেবক স্কুল কলেজের শিক্ষক সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার চেয়ারম্যান জনাব শিকদার আবদুল হান্নান রুনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরান সিকদার চেয়ারম্যান লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ,জনাব দাউদ হোসেন সাবেক চেয়ারম্যান লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ,জনাব নজরুল জমাদ্দার সাবেক চেয়ারম্যান লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ,জনাব ময়মূর আলী মৃধা (পিন্সিপাল)এস.এম.এ. আহাদ কলেজ,জনাব কাজী মহিউদ্দিন (প্রধান শিক্ষক)লাহুড়িয়া এইচ.এ.কে.একাডেমি,জনাব সেলিম (ইন্সপেক্টর)লাহুড়িয়া তদন্ত কেন্দ্র,জনাব ইকবাল হোসেন (প্রধান শিক্ষক)আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়,জনাব তোজাম্মেল হক (প্রধান শিক্ষক)মাকড়াইল.কে.কে.এস.ইনস্টিটিউট,জনাব সৈয়দ ফজলুল করিম (পিন্সিপাল)লাহুড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা,জনাব মহিদূর রহমান মুরাদ (প্রধান শিক্ষক)হাজী মোফাজ্জেল স্মরনী মাধ্যমিক বিদ্যালয়,জনাব ওয়াহিদুজ্জামান লাভলু (সহকারী-প্রধান শিক্ষক)লাহুড়িয়া এইচ.এ.কে. একাডেমি,জনাব আশরাফুল আলম (সমাজ সেবক)২নং লাহুড়িয়া ইউনিয়ন,জনাব আশরাফুল আলম নয়ন (প্রধান উপদেষ্টা)লাহুড়িয়া ব্লাড ডোনার ফাউন্ডেশন,জনাব সৈয়দ সোহাগ আলী (উপদেষ্টা)লাহুড়িয়া ব্লাড ডোনার ফাউন্ডেশন,জনাব সৈয়দ আবিদুর রহমান (প্রতিষ্ঠাতা)নড়াইল মানবিক পরিষদ সহ অনেকেই।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলার চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান রুনু বলেন বর্তমান সময়ে তরুন সমাজ যেখানে মাদক সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত সেখানে লাহুড়িয়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর সাথে সম্পৃক্ত সকল তরুনেরা ভিন্ন। তারা মানুষের সেবায় যেভাবে দিনরাত এক করে দিয়ে কাজ করে যাচ্ছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি তাদের এই মহৎ উদ্যেগটিকে সাধুবাদ জানায়।এই তরুনদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের সমাজ এই প্রত্যাশা করি।
লাহুড়িয়া ব্লাড ডোনার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা
আশরাফুল আলম নয়ন বলেন আমি ধন্যবাদ দিতে চাই আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে যাদের কারনে আজকের অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পেরেছি।এছাড়াও বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সংগঠনের অন্যতম একজন সদস্য সৌদি আরব প্রবাসী ওমর মোল্ল্যাকে তিনি দূরপ্রবাসে থেকেও দিনরাত এক করে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।এছাড়াও সার্বক্ষণিক আমাদের কে বুদ্ধি পরামর্শ দিয়েছেন আজকের এই অনুষ্ঠান কে কিভাবে সুন্দর ভাবে পরিচালনা করা যায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত