খুলনার কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদার। রবিবার ( ৬ আগস্ট) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, গতকাল ৫ আগস্ট গোবরা পুর্বচক গ্রামের ফেরদাউস সানা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল ও মারপিটের যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। একটি কুচুক্রী মহল আমাকে হয়রানি করার উদ্দেশ্য মিথ্যা তথ্য প্রদান করে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে । প্রকৃত ঘটনা হলো যে আমাদের পারিবারিক ১৩ শতাংশ জায়গা জমি নিয়ে পরিবারের সদস্যদের সাথে বিরোধ রয়েছে। সেই জমি নিয়ে ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে শালিশ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরেও তারা সেটি না মেনে জমি দখল করার চেষ্টা চালায়। এতে আমরা বাঁধা দিলে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঐ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে হয়রানি করছে। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলন মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটনের জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন মেহেদী হাসান দিদার।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত