৫ আগস্ট শনিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর সদর উপজেলা একাদশ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী একাদশের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে শেরপুরে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, শেরপুর জেলা খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই এ জেলা থেকে ফুটবলার, অ্যাথলেটসহ বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন। দেশের নারী ক্রিকেটের নেতৃত্ব দিচ্ছেন এ জেলার মেয়ে। খেলাধুলায় শেখ কামালের অবদান স্মরণ করে তিনি শেরপুরের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে খেলায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা যুুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।
প্রীতি ম্যাচে শেরপুর সদর উপজেলা একাদশ ৩-০ গোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে উদীয়মান ফুটবলার মিনাল ২টি ও সিনিয়র খেলোয়াড় গোলাম শাহরিয়ার রবিন ১টি গোল করেন।
খেলা শুরুর আগে অতিথিরা উভয়দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। দু’টি দলকেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে জার্সি এবং নগদ ৮ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত