সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন এবং অর্থপাচার বন্ধ করতে ব্যাংকগুলোকে আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা। শনিবার বান্দরবানে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক দিনব্যাপি আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তারা এ আহ্বান জানিয়েছেন।
বান্দরবান শহরের হোটেল ডি মোর এর সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআই ইউ'র পরিচালক মোঃ আরিরুজ্জামান। পূবালী ব্যাংকের চট্টগ্রামের প্রধান কর্মকর্তা মোঃ আবিদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপবস্থাপনা পরিচালক মোঃ শাহাদাত হোসেন, বিএফআই ইউ এর সহকারী পরিচালক মোঃ মহসিন হোসেন, পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্যামসুন্দর বনিক, মোঃ আলতাব হোসেন, বিএফআই ইউর কর্মকর্তা তরুণ তপন ত্রিপুরা, মোঃ রোকনুজ্জামান। কর্মশালায় বান্দরবান ও রাঙ্গামাটি জেলার ২০টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত