মো. মহাসিন মিয়া (নিজস্ব প্রতিবেদক)
দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে মানববন্ধন করেছে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দরা।
৫ আগস্ট (শনিবার) সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির উপদেষ্টা মধূ মঙ্গল চাকমার সভাপতিত্বে বিভিন্ন সামাজিক, সচেতন, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।
সাংবাদিক তমাল দাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবলু দেব, সুশানের জন্য নাগরিক কমিটি (সুজন)’র জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নির্মল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আজিম উল হক, নারী অধিকার নেত্রী নমিতা চাকমা প্রমুখ।
এ সময় বক্তারা, রাজনীতির নামে সহিংসতা ও হাঙ্গা-দাঙ্গা করে জনগনের জান-মালের ক্ষতি না করে সংলাপের মাধ্যমে সমঝোতা করার আহবান জানান রাজনৈতিক দলগুলোকে।
বক্তারা আরো বলেন, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। সংলাপ ও সমাঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে আগামীর জাতীয় নির্বাচনকে শান্তি-সুস্থভাবে মোকাবেলা করার অনুরোধ করেন তাঁরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত