৪ আগস্ট শুক্রবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাউথ এশিয়া রেডিও ক্লাব ও জেলা বেতার শ্রোতা ক্লাব শেরপুরে স্মার্ট বাংলাদেশ গড়তে বেতার এবং শ্রোতাদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মো. মীর শাহ আলম।
ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ বেতারকে আধুনিকায়ন ও স্মার্ট করতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। কৃষি ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শের পাশাপাশি উন্নয়ন ও বিনোদনমূলক অনুষ্ঠানের পরিধি বাড়িয়েছে।
সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ওমর ফারুক পুলক, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরকার, আশরাফুল হোসেন, জয়নাল আবেদীন তারেক প্রমুখ। বক্তারা বেতারকে আরও গণমুখী করে তুলতে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৫০ জন বেতার শ্রোতা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত