মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিয়ের আগের রাতে ‘ধামাইল নাচ’ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট ) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ে ছিলো। বিয়ের আগের রাতে বরের বাড়িতে ‘ধামাইল’ দেয়ার জন্য এলাকার বিভিন্ন ছেলেরা জড়ো হয়। এসময় ওই এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া এবং লালা মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। বিষয়টি ওই সময়ই স্থানীয়রা সমাধান করে দেন। পরদিন শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় ওই ঘটনার জেরে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। নামাজের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
আহতরা হলেন- হৃদয় মিয়া (১৮), নাসেল মিয়া (৪৫), মিলু (১৮), আশ্বব মিয়া (৬০), মিছকার (৫৫), সুন্দর মিয়া (৬৫), সেলিম (৩৫) , আবু কালাম (২৪), আকবর (২২), আমিন মিয়া (১৮), বাক্কর মিয়া (৫২), আয়াতুন বেগম (৫৫), হোসেনা বেগম (৩৫), লায়লুছ মিয়া (১৮), মাহিম (২৮), ফরিছ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৮), শাকিল মিয়া (২১), শানাই মিয়া (৪৫) আয়াছ (২৮), আহাদ মিয়া (৬৫), আব্দুস সালাম (১৮), মিজানুর রহমান (৪০), পাবলু মিয়া (১৮), ইদাই মিয়া (৪৫), শামিম (৩২), এবাদুর রহমান (২৭), ইসকার মিয়া (৬৫), আজাদ মিয়া (৬৫), ইদুকার মিয়া (৬২), হাবিবুর রহমান (১৮) মতি মিয়া (৩৬), আব্দুল হাকিম (২০), সেকাদ আলী (৩০), পাপ্পু (২৩), আছকির আলী (৪৪) রমজান আলী (২১), মাহমুদুল আহমদ (১৮), নাজমুল (১৪), মুক্তার মিয়া (৭০), নাসাই মিয়া (৫০), মিলু আহমদ (১৮)।
গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশ্বব মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও রাজনগর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ইউপি সদস্য সুহেল আহমদ জানান, বিয়ে বাড়িতে সিলেটি ধামাইল দেয়ার সময় দু’পক্ষের ছেলেরা কথা কাটাকাটি করে। বিষয়টি শেষ হয়ে যায় ওই সময়। পরে জুম্মার নামাজে যাওয়ার সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষেই হতাহত হয়েছেন।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, উভয় পক্ষ নামাজে যাওয়ার সময় সংঘর্ষ করেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সবাই চিকিৎসা নিচ্ছে। থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত