সাগরে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসছেন ১১ জন জেলে।
এফবি জুবায়দুল হক নামে ওই ট্রলারের মালিক আবুল কালাম। ভাসমান জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
খোজ নিয়ে জানাযায়, শনিবার (২৯ জুলাই) পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাট থেকে সব সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওনা দেন জেলেরা। মঙ্গলবার (১ আগস্ট) নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এলে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারের মালিক আবুল কালামকে জেলেরা ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিন বিকল ট্রলারের অবস্থান ছিল বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১১ জন বেঁচে আছেন ট্রলারে।
কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিনজেন্ট কমান্ডার এমএ ছত্তার জানান, টলার মালিক সমিতির সভাপতি ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জেনেছি। খোঁজ নিচ্ছি, বিষয়টি আমাদের টহল টিমকে জানিয়েছি। তারা উদ্ধার কাজ শুরু করেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত