মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিলে পোনা মাছ শিকার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারাজুল কবির।
উপজেলার কালাপুর ইউনিয়নের বাইক্কা বিল এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০০টি ফিক্সড ইঞ্জিন (যা স্থানীয়ভাবে কিরনমালা নামে পরিচিত তাহা এক ধরনের মাছ ধরার ফাঁদ) জব্দ করা হয়। পরে ফাঁদগুলোকে বাইক্কা বিল পাড়ে ফাঁদ গুলো তৎক্ষণাৎ ধ্বংস করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্দ্বীপ তালুকদার জানান, বাইক্কা বিলে পোনা মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।