আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি):
কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি "। এই প্রতিপাদ্য গত ৪দশক ধরে দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানসহ সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে দেশে পালিত হয়ে আসছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। ১-৭ আগস্ট উক্ত দিবস উদযাপনে গতকাল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সাল কবির রজার্সের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. এনায়েত উল্লাহ মাহফুজের স্বাগত বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সাল কবির রজার্স 'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে'র তাৎপর্য তুলে ধরে বলেন, শিশু জন্মের পর ঠিকমত মাতৃদুগ্ধ পান, শিশু উপযোগি খাবার ও পুষ্টির অভাবে শিশুর স্বাভাবিক গঠনসহ নানা রোগে আক্তার হয়ে জীবন হুমকির মুখে পড়ে। তাই এ বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে মাতৃদুগ্ধ সপ্তাহের আয়োজন। প্রতিদিন একজন চিকিৎসক ও একজন সেবিকা নিয়মিত সেবা দান করবেন। পরে হাসপাতালে জরুরি বিভাগের সামনে একটি ট্রায়াজ রুম উদ্বোধন ও একটি পানির ফ্লিটার বসানোর কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত