ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়ন পরিষদের চে য়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে মোবাইল ফোনে দীপংকর সরকার নামে এক ব্যক্তিকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনের কথোপকথনের অডিও রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে চেয়ারম্যান ওই ব্যক্তির ওপর আরও ক্ষিপ্ত হন।
চেয়ারম্যান জাকির হোসেন একই সঙ্গে বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
দীপংকর সরকার বলেন, ‘বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে তাদের বসবাস।৩০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে তার কাকাতো ভাই উজ্জ্বল সরকারের স্ত্রী উষা রাণী সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ এসে
ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়। ময়নাতদন্তের পর রাধানগর শ্মশানঘাটে গৃহবধূর সৎকার করা হয়। এরপরই ইউপি চেয়ারম্যান জাকির হোসেন আমাকে এ মৃত্যুর জন্য দায়ী করেন এবং আমার কাছে নগদ টাকা দাবি করেন। তা নাহলে এ ঘটনায় মামলা করে আমাকে ১ নম্বর আসামি দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান আমার স্ত্রীকে ফোন করে গালাগাল করেন। পরে আমি চেয়ারম্যানকে ফিরতি কল করতেই তিনি আমাকেও গালাগাল করতে থাকেন।
’অভিযোগের বিষয়ে চেয়ারম্যান জাকির হোসেন বলেন, তাদের পারিবারিক বিষয়টি আমি নিজের পকেটে টাকা খরচ করে শেষ করে দিয়েছি। পরবর্তীতে ফোন দিলে রাগটা নিয়ন্ত্রণ করতে পারি নাই গালাগালি করেছি। ওসি মাহাবুব আলম বলেন, ‘অডিওটি শুনেছি। বিষয়টির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত