০২ আগস্ট বুধবার বেলা ১১:০০ ঘটিকা হতে ০৩:০০ ঘটিকা (বিএসটি) পর্যন্ত যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীনস্থ ফেনীছড়া বিওপির দায়িত্বপূর্ণ পিলার নং ২২৫৩/৪-আরবি এর নিকট শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর আয়োজনে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবির ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি ও যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এবং বিএসএফ এর ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রণবীর সিং ডোগরা ও ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অভিমান্যু ঝা। বর্ণিত সৌজন্য সাক্ষাতে সীমান্ত পিলার পরিদর্শন, মেরামত, দুস্কৃতিকারী কর্তৃক কাঁটা তারের বেড়া কাটা, গরু চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে উভয় পক্ষ দুই দেশের যে কোন সমস্যা আলোচনা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করার বিষয়ে একমত পোষণ করেন। এ সময় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক ০৫ টি করে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা ১৫৬ ও ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টদ্বয়কে উপহার প্রদান করা হয়। পরিশেষে উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে ১৫৬ ও ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টদ্বয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি ও যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত