পাবলিক পরীক্ষায় শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। শুধুমাত্র জিপিএ-৫ অর্জনই একজন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে প্রতিটি শিক্ষার্থীকে সমৃদ্ধ হতে হবে।
বুধবার (২আগস্ট) দুপুরের দিকে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ 'রিছাং' এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাছিম বিল্লাহ ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম, গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুতুব উদ্দিন সহ চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে বলেন, পড়ালেখার বিকল্প নেই, পড়ালেখা করতে হবে। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩ জন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের ৪জন, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে ২জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৪জন ও তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বৃক্ষরোপনকে উৎসাহিত করতে গাছের চারা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত