সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পুড়িয়া হেরোইন সহ এক নারী মাদক করবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বুধবার (০২ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে মঙ্গলবার (০১ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে এসআই (নিঃ) মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ১৫০ পুড়িয়া (ওজন ১৫ গ্রাম) হেরোইন সহ মৌসুমী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পূর্বের মানিকগঞ্জের শিবালয় ও গোয়ালন্দ ঘাট থানায় ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক নারী কারবারি উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা'র আঃ রাজ্জাক এর স্ত্রী।
এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত