গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাব্যাপী শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
১৩ জানুয়ারি বুধবার বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব সংলগ্ন গোয়ালন্দ কেন্দ্রিয় শহীদ মিনারে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,উপজেলা প্রকৌশলী বজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা আ’লীগের সদস্য নির্মল চক্রবর্তী, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, প্রচার সম্পাদক এনামুল হক লিটন,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উজানচর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলিসহ , শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা।