গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় মঙ্গলবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। ফেসবুকে লাইভে এসে এমন অভিযোগ করেন নুর।
এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিরুদ্ধে। মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।
এর আগে রাত ৮টার দিকে বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল মোল্লা এবং রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকের ব্যক্তিরা তুলে নিয়ে গেছেন বলেও দাবি করেন আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় রাত ২টার দিকে ডিবি অভিযান চালায়। দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় তারা। এ সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় ডিবি।’
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’
এছাড়া ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে, তাকে আটক করা হয়েছে কি না, নিশ্চিত নই।’
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত