কক্সবাজার বিমানবন্দরে ‘জুতার ভিতরে’ পাচারকালে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা।
মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের মালামাল স্ক্যানিংয়ের সময় নিরাপত্তাকর্মীরা ইয়াবাসহ তাকে আটক করে বলে জানান ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মনসুর উদ্দিন।
আটক রাজীবুল হাসান কোবাদ রাজবাড়ী সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চর শ্যামলানগর এলাকার বাসিন্দা মো. শামসুদ্দীন শেখের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরায় বসবাস করেন।
নিরাপত্তাকর্মীদের বরাতে মনসুর উদ্দিন বলেন, ‘মঙ্গলবার বিকেল ৫ টা ৩৫ মিনিটের নভোএয়ারের একটি বিমান কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সময়সূচি ছিল। ওই বিমানের ১৮-বি সিটের যাত্রী ছিলেন রাজীবুল হাসান কোবাদ। বিকেলে বিমানবন্দেরের নিরাপত্তা কর্মীরা যাত্রীদের মালামাল স্ক্যানিং করছিলেন।এসময় স্ক্যানিংয়ে মেশিনে রাজীবুল হাসান কোবাদের শরীরে সন্দেহজনক মালামাল বহনের সংকেত পায়। পরে তার শরীর তল্লাশি করে পরিহিত জুতার ভিতরে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় পাওয়া যায় ১ হাজার ৭৪০ টি ইয়াবা।’
ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক।
কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় বিমানবন্দরে ইয়াবাসহ আটক এক যাত্রীকে এপিবিএন পুলিশ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত