ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোঃ ফজলুল হক খান (৭২) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক যুদ্ধাপরাধী কারাবন্দি হাজতীর মৃত্যু হয়েছে। আজ বিকেলের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন তিনি।
কারা সূত্র জানিয়েছে,অসুস্থ হওয়ার পর সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মোঃ সোহেল সহ কয়েকজন কারারক্ষী তাঁকে ঢামেকে নিয়ে আসেন। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।তার পিতার নাম নাদের আলী। সে যুদ্ধাপরাধী মামলায় আটক ছিল বলে জানায় কারারক্ষী মোঃ সোহেল।তার হাজতী নং ২০৪৩১/২৩ .
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে হাজতী মোঃ ফজলুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, কারাবন্দি যুদ্ধাপরাধী হাজতীর মরদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত