রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া স্কুলের সামনে ছাত্রলীগের কর্মীদের ছুরিকাঘাতে মোঃ সোহেল (৩৫) নামে এক যুবকের আহত হয়েছেন। তিনি ফার্নিচারের কাজ করতেন।
রবিবার (৩০ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধু জাহিদ হাসান নিরব জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সোহেলের ভাগ্নি দোলাকে ৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী ফায়েজ ভাগিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে আজকে ওই ছেলের সঙ্গে কথা বলার জন্য মেরাদিয়ার স্কুলের সামনে যায়। ওই সময় আরো বেশ কয়েকজন ওয়ার্ড ছাত্রলীগের কর্মীরাও ছিল। সোহেল ফায়েজকে বলে যা হবার হয়েছে তুই আমার ভাগ্নিকে ফেরত দিয়ে দে। এই কথা বললেই
ফায়েজের সাথে থাকা অন্যান্য ছাত্রলীগের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তার শরীরের পেটে বাম হাতে জখম হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, শরীয়তপুর সদরের সুবচনী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সে ।বর্তমানে খিলগাওয়ের মেরাদিয়া এলাকায় ভাড়া থাকে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, খিলগাঁও থেকে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়ে এক যুবক ঢাকা মেডিকেলে এলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে কে বা কারা এ কাজটি করেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত