রাজধানীর প্রবেশপথে গত শনিবার অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ানোয় বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজধানীর ৭ থানায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে ৪৬৯ জনকে। এরমধ্যে আটক হয়েছেন ১৪৯ জন।
এরমধ্যে, রাজধানীর ধোলাইখালে পুলিশের সাথে বিএনপি সংঘর্ষের ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা করেছে পুলিশ। মাতুয়াইলে পুলিশের কাজে বাধা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানায় হয়েছে ২টি মামলা। গাবতলীতে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় দারুসসালাম থানায় ১টি, উত্তরা পশ্চিম থানায় ২টি ও উত্তরা পূর্ব থানায় পুলিশ মামলা করেছে ৩টি। এছাড়াও বিমানবন্দর থানাতেও একটি মামলা করা হয়েছে।
আশুলিয়ার নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাস চালক বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত শনিবার রাজধানীর প্রবেশমুখ গুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনের সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এরমধ্যে, ধালাইথাল ও মাতুয়াইল পরিণত হয় রণক্ষেত্রে। বিক্ষুব্ধ বিএনপি সমর্থকরা এ সময় কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে।
পুলিশের সাথে সংঘর্ষ শুরু হলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ। অবশ্য পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, গাবতলীতে পুলিশের সাথে বাকবিতন্ডার মধ্যে অসুস্থ্য হয়ে পড়ের দলের আরেক নেতা আমানুল্লাহ আমান। পরে তাকে উদ্ধার করে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত