ফেসবুক লাইভ থেকে নেওয়া অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে সোমবার সব জেলা ও মহানগরে জনমসাবেশ করবে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
আওয়ামী লীগ আগামীকাল রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে একদিন পর কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এসময় বাসে আগুন লাগানোর ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও এজেন্সির লোকেরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই বিষয়টি পুরো পরিকল্পিত বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব আরও বলেন, অনেকেই বলছেন যে মার্কিন ভিসা নীতির কারণে নিজেদের রক্ষা করতে পুলিশ আপ্যায়ন করেছেন। তাছাড়া গয়েশ্বর চন্দ্র রায় রাজনীতির মধ্যেই গড়ে উঠেছেন। আর আমান উল্লাহ আমানের রাজনৈতিক পরিচয় দেওয়ার কিছু নেই। তাদেরকে সবাই চেনেন। আসলে আন্দোলনকে রুখে দিতে গুন্ডাবাহিনি ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।
এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত