বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) কমলগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামে পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের অনুমতি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উদ্বোবক হিসাবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের জেলা সভাপতি মনবীর রায় মঞ্জু, মুখ্য আলোচক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আশু রঞ্জন দাস, প্রধান আলোচক ছিলেন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নকুল চন্দ্র দাশ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলার সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মহিম দে, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, গীতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাশ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।
উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেব এর উপস্থাপনায় অনুষ্ঠানে সম্পাদকীয় পাঠ করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুভারম্ভে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত