রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ আইডিয়াল কলেজের সামনে ওয়াসার সুয়ারেজ মেনহল পরিষ্কার করতে গিয়ে সাইফুল (৫২) ও আলামিন (৩৫)নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার(২৯ জুলাই ) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের সহকর্মী আইয়ুম বলেন, আমরা সবাই ওয়াসায় দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক হিসাবে কাজ করি। সকাল আটটার দিকে কাজ করার জন্য যাত্রাবাড়ী থানার সায়দাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে কাজ করতে যাই। সেখানে আমরা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সুয়ারেজের ঢাকনা খুলে রাখি যাতে করে ভিতরে জমা গ্যাস বের হয়ে যায়। এরপর প্রথমে ১১ টার দিকে সাইফুল নামে কিন্তু সাইফুলের কোন সাড়াশব্দ না পেয়ে পরে আল আমিন নামে তার ও সাড়াশব্দ না পেলে পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে তারা এসে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সে আরো জানায়, তারা বর্তমানে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ ওয়াসা কলোনীতে থাকতো।
উদ্ধার করে নিয়ে আসা পোস্তগোলা ফায়ার সার্ভিসের লিডার নুরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সায়দাবাদ এলাকার সুয়ারেজ থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত