নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন উত্তর কাশিপুর মুসকান টাওয়ারে ব্যাটারি চালিত অটোরিকশার সরঞ্জামের দোকান বিস্ফোরণে চারজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্নে চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধরা হলেন, সাইফুল ইসলাম আবিদ(৩০), কামাল বাসার টিটু (৪২), রাজীব (২০),রানা (৩৫), তারা সবাই ওই দোকানের কর্মচারী ছিলেন।
শনিবার (২৯জুলাই) সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
দগ্ধ কামাল পাশার ছেলে ফাহিদ জানান, আমার বাবা সিএনজি অটো রিক্সা ব্যাটারির ওই দোকানের কর্মচারী ছিলেন। পরে আমরা খবর পাই ওই দোকানে ব্যাটারি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এসে আমার বাবা সহ আরো চারজন কর্মচারীকে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। দায়িত্বগত চিকিৎসক আমার বাবার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে চারজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে এলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে বার্ন ইউনিটের জরুরী বিভাগের অবজারভেশনে তাদের রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।