রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদলের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার(২৯ জুলাই) দুপুর শো বারোটার দিকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন- মহিউদ্দিন রুবেল(৩০) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, জাকিরুল আলম (৩০) কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি, এনামুল হক (৩০) নাট্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, মেহেদী হাসান আবির (২৯) যুগ্ম সাধারণ সম্পাদক কবি নজরুল ছাত্রদল, আব্দুল আজিজ ২৮ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব ও ওবায়দুল(৪০) যুবদল কর্মী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল বলেন, আমরা ধোলাইখালে ছাত্রদল যুবদল বিএনপি স্বেচ্ছাসেবক দল সবাই অবস্থান করছিলাম। এ সময় পুলিশ অতর্কিত হামলা চালায় এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। আমার মাথা ফেটে গেছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছি।
কলাবাগান ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম বলেন, ধোলাইখালে আমাদের অবস্থান কর্মসূচিতে পুলিশ এলোপাথারি মারপিট এবং রাবার বুলেট ছুঁড়ে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়।
কবি নজরুল কলেজের ছাত্রদলের জয়েন সেক্রেটারি মেহেদী হাসান আবির বলেন, ধোলাইখালে অবস্থান কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ছুড়ে। এতে আমার শরীরে রাবার বুলেট লেগে আমি আহত হই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মিয়া বলেন, দোলাইখাল থেকে বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত