আতাউর রহমান তুহিন, খুলনাঃ
খুলনা জেলার কয়রা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলায় উপজেলা পর্যায়ের ১ম সেমিফাইনালে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদকে ৪-২ গোলে( টাইব্রেকারে)পরাজিত করেছে মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও ২য় সেমিফাইনালে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদকে ৬-৫ গোলে(টাইব্রেকারে) পরাজিত করেছে কয়রা সদর ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার ইং ২৭/০৭/২০২৩ তারিখে কয়রা কপোতক্ষ ডিগ্রি কলেজ মাঠে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের মধ্যে বিকাল ৪ টায় ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং ২য় সেমিফাইনালে কয়রা সদর ইউনিয়ন পরিষদ ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
উভয় খেলায় গোল শুন্য (০+০) ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে যায়। টাইব্রেকারে মহারাজপুর ইউনিয়ন পরিষদ ৪-২ গোলে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বিজয়ী হয় এবং টাইব্রেকারে কয়রা সদর ইউনিয়ন পরিষদ ৬-৫ গোলে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বিজয়ী হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কয়রা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এস,এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর- ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, দক্ষিন বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল, মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী প্রমুখ। এছাড়াও আরও শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী ব্যক্তি উপস্থিত ছিলেন।