ঢাকা মাওয়া হাইওয়ের শ্রীনগর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ সাহাদ (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ জুলাই)সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কাশেম জানান,আমার ছেলে দোহারের জয়পাড়া টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। আজ বিকেলের দিকে তার এক বন্ধুর মোটরসাইকেলে চড়ে সে মাওয়া ঘাটে ঘুরতে যায়। সেখান থেকে সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে শ্রীনগরের ডাক বাংলার সামনে
মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় সে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঢাকার দোহারের লোটাখোলা এলাকায় আমার বাড়ি। আমার দুই মেয়ে এক ছেলের মধ্যে সে ছিল সবার ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত