পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন গলায় ফাঁসি দিয়ে আর অন্যজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাতে মাটিরাঙ্গার পৌরসভার পলাশপুর এলাকায় বাড়ি লাগোয়া চা দোকানে ভিজে কাপড় দিয়ে বিদ্যুতের বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মো. আবুল কালাম (৪৫) নামে একজন নিহত হয়।
নিহত আবুল কালাম মাটিরাঙ্গার পৌরসভার পলাশপুর এলাকার মৃত: আনসার হাওলাদারের ছেলে।
অন্যদিকে দায়দেনা আর পারিবারিক কলহের জের ধরে বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকায় মো: বাবুল হোসেন (২৩) নামে এক কাঠমিস্ত্রি বাড়ির পাশে গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত বাবুল হোসেন বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকার মৃত: চারু মিয়ার ছেলে।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত