সাধন সাহা জয়, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,
জাতীয় গ্রন্থকেন্দ্র সহযোগিতায়, বাংলা একাডেমির সমন্বয়ে ২৭ ও ২৮ শে জুলাই বৃহস্পতি ও শুক্রবার উপজেলা সাহিত্য মেলা -২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কাটার মাধ্যমে উপজেলা সাহিত্য মেলার শুভ সূচনা করার পর পর সাংস্কৃত কাউসার আলম সরকারের বাউল সঙ্গীত দিয়ে আলোচনা শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে, উপজেলা প্রশাসনের আয়োজনে সাহিত্য মেলা -২০২৩ এর দুদিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কার্যালয়ে মেয়র এড. শিব শংকর দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।
উপজেলার সাংবাদিক, শিক্ষক সহ কবি ,সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উত্তরী পরিয়ে দেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর সরকারি কলেজের প্রভাষক রাশেদুল হক (রাশেদ),
কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে পরিচালক
আল আমিন,জেলা কালচার একাডেমির পরিচালক মনিরুজ্জামান মনির,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন,
নবীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবু মুসা, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ,
স্বজনের প্রধান উপদেষ্টা আবু কামাল খন্দকার,
গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা দিনমজুর স্বপন মিয়া প্রমূখ।
মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ উপজেলার কবি ,সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২দিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জয় সাহা।
কোরআন তেলওয়াত করেন আবু কাওসার।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত