মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি মো. ফসিয়ার রহমানকে নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে লালপুরের কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি মো. ফসিয়ার রহমান যশোর জেলার বাঘারপাড়া থানার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুরে অভিযান চালায় র্যাবের একটি টিম। অভিযানকালে লালপুর থানাধীন কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার ফরহাদ হোসেন আরও জানান, গ্রেপ্তার আসামি মো. ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিল।
আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ মো. ফসিয়ার রহমানসহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে গত ২৫ বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডের আদেশের পর থেকে মো. ফসিয়ার রহমান ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত