অদ্য ২৬ জুলাই বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপের অস্থানায় রাঙামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ (মূল) দলের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়।
গুলি বিনিময়ের ফলে সন্ত্রাসী দলের সবাই পালিয়ে যেতে পারলেও সশস্ত্র সদস্য তরিত চাকমা (৩৫) ০১ এইচকে-৩৩ (জার্মান), ০১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশন সহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন করতে বাধ্য হয়।
রাঙামাটি রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের অস্ত্র উদ্ধারসহ গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এ সকল অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত