গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি শ্রীপুর স্টেশনে নেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল ৭ টা ৪০ মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
রেলের এই কর্মকর্তা জানান, আউটার দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এরপর ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হয়। প্রায় দুই ঘণ্টা পর ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হয়।
তিনি আরও জানান, সকালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। ওই সময়ে এই রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় কোনো ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গেই অল্প সময়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে দিলেই জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল করতে পারবে। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় কোনো ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েনি।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত