রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহ গননা ২০২১ প্রকল্প হতে মাননীয় প্রধান্ত্রীর উপহার স্বরুপ ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন লংগদু উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান(অঃদাঃ) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এছাড়াও অ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মৎস্য কর্মকর্তা তানবির আহসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার সালাহউদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম,মাইনীমূখ ফাজিল মাদ্রাসার প্রধান মাও. ফেরদৌস আলম,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, বায়তুশ শরফ মাদ্রাসার প্রধান মাও. ফোরকান আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির এই যুগে লেখা পড়ার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার স্বরুপ ট্যাবলেট কম্পিউটার প্রদান করেছে, এটাকে ইউটিউব, ফেসবুক ব্যবহারের জন্য দেওয়া হয়নি, এটা দিয়ে লেখা পড়ার মান উন্নয়নে নিজেকে গড়ার প্রত্যায় কাজ করে যেতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত