ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে শহর সমাজসেবার সেমিনার রামগড়ে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৪ই জুলাই সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ির রামগড় শহর সমাজসেবা কার্যালয় এর আয়োজনে কম্পিউটার হলরুমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের কার্যক্রম উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন।
সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত বর্তমান কর্মসূচি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন ও আলোচনা করেন, সমাজসেবা অধিদপ্তরের আগারগাঁও ঢাকার উপ-পরিচালক মো: নাসির উদ্দিন ও সমাজসেবা অধিদফতর ঢাকার সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান।
উপজেলা শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক রোকেয়া বেগম।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার করার বিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্বির মাধ্যমে মূলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ভাবে গড়ে তুললে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্থ করেন বক্তারা।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত