মস্কোর ভবনে ড্রোন হামলা হয়েছে
মস্কোর ভবনে ড্রোন হামলা হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুলাই) করা হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বিবিসি বলছে, ড্রোনের আঘাতে মস্কোর প্রধান শহরের অন্তত দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ড্রোন আঘাত হানার ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা টাস বলছে, একটি ড্রোন আঘাত হেনেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছের একটি ভবনে।
এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এমনিতে রাশিয়ার ভেতরে কোথাও হামলা হলে এর দায় স্বীকার করে না দেশটি।
তবে সিএনএন বলছে, এ হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। এমনকি ক্রিমিয়াতেও হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা। রাশিয়া বলছে, ক্রিমিয়াতে ১৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত