নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার (২৪ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় কর্মসুচী তুলে ধরেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সুদৃষ্টি চাকমা।
মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মত বিনিময় সভায় ২৪-৩০ জুলাই উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সুদৃষ্টি চাকমা।
মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সুদৃষ্টি চাকমা বলেন, মাছ চাষে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় উপজেলায় চাষির সংখ্যা বাড়ছে। এতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের মাছের চাহিদা পুরণ হচ্ছে।
উদ্বোধনী দিনে মঙ্গলবার (২৫ জুলাই) র্যালি, আলোচনা সভা ও স্থানীয় পর্যায়ে তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হবে জানিয়ে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, প্রামান্যচিত্র প্রদর্শনী এবং উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত