অসুস্থ্য মেয়েকে দেখতে শনিবার দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এসেছিলেন আবু বকর সিদ্দিক। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হলো হাসপাতালের একটি বাথরুম থেকে। ঠিক কী কারণে তিনি মারা গেছেন, তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকের কারণে মারা গেছেন।
রোববার (২৩ জুলাই) সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা আবু বকরের (৬৯) মরদেহ উদ্ধার করেন। তিনি ক্ষেতলাল উপজেলার দাশড়া মিনিগাড়ী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এরই মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, অসুস্থ্য মেয়ে মনোয়ারাকে দেখতে হাসপাতালে আসেন আবু বকর। রোববার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা শৌচাগার পরিষ্কার করতে গিয়ে দেখতে পান, এক বৃদ্ধের নিথর দেহ মেঝেতে পড়ে আছে।
পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন। তবে আবু বকরের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শেষে মৃতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে কোনো অভিযোগ না থাকলেও বিষয়টি নিয়ে তদন্তে কোনো পক্ষের দোষ প্রমাণিত হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত